ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সুপার কাপ নিয়ে জটিলতার মাঝেই আইএসএল-আই লিগকে একত্রিত করে আইএফএল মানে ইন্ডিয়ান ফুটবল লিগ করার প্রস্তাব দিল আইলিগ ক্লাবগুলোর সংগঠন। ফেডারেশনকে নয়া রোডম্যাপ দিল আই লিগের ক্লাব জোট। ক্লাবজোটের প্রস্তাবিত রোডম্যাপের ফলে লাভের মুখ দেখতে পারে ক্ষতির মধ্যে দিয়ে চলা আইএসএল ক্লাবগুলো,উপকৃত হতে পারে আই লিগ ক্লাবগুলো ও। আইএসএল-আই লিগের ২০দল নিয়ে ৯ মাস ধরে লিগের প্রস্তাব দেওয়া হয়েছে ফেডারেশনকে। থাকবে প্রোমোশন আর রেলিগেশন। প্রতি বছর দুটো করে দলের প্রোমোশন আর রেলিগেশন হবে। সব দলে চার জন করে বিদেশি থাকবে। কোনও দলকেই ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না। সব দল প্রতি বছরে ২ কোটি টাকা করে পার্টিশিপেশন ফি দেবে। ম্যাচের মার্কেটিং করে ৩২৫ কোটি টাকা তোলার পরিকল্পনা দেয়া হয়েছে এই রোডম্যাপে। সব দলকে দেওয়া হবে ১২ কোটি টাকা । ফেডারেশনকেও দেওয়া হবে বার্ষিক ৫০ কোটি টাকা। দ্বিতীয় ডিভিসনের ক্লাবগুলোকেও বার্ষিক ২ কোটি টাকা করে দেওয়া হবে। এখানেই শেষ নয়। রেলিগেটেড হয়ে যাওয়া দলগুলোকে অতিরিক্ত ২ কোটি টাকা করে দেওয়া হবে। রোডম্যাপ চেন্নাইয়ে ফেডারেশন সচিব কুশল দাসের হাতে তুলে দেন ক্লাব জোটের কর্তারা।