Breaking
24 Dec 2024, Tue

সাফ কাপে ফাইনালে ভারতীয় মহিলাদল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- নেপালে অনুষ্ঠিত সাফ কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারাল ভারতীয় মেয়েরা।অনূর্ধ্ব ১৯ দলের ফুটবলারদের নিয়ে সাজানো হয়েছিল ভারতীয় মহিলা ফুটবল দল। এদিন ১টি করে গোল করেছেন দালিমা চিবার ও মনীষা। জোড়া গোল করেছেন ইন্দুমতি ক্যাথরিসান। অপরদিকে শ্রীলঙ্কাকে সেমিফাইনালে ৪-০ গোলে হারাল নেপাল। ফাইনালে ভারতের মুখোমুখি হবে সাফ কাপের আয়োজক দেশ নেপাল । প্রসঙ্গত উল্লেখ্য সাফ কাপে চারবারের চ্যাম্পিয়ন ভারত। বিরাটনগরের শহীদ রঙ্গশালায় বাংলাদেশকে কার্যত চূর্ণ করল ভারতীয় মহিলা ফুটবল দল।
শুক্রবার নেপালের বিরুদ্ধে সাফ কাপের ফাইনালে নামবে ভারত। এদিন প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ১৮, ২২ ও ৩৭ মিনিটে তিনটি গোল করেন ভারতীয় মেয়েরা। চার নম্বর গোলটি ভারত পায় ইনজুরি টাইমে।

Developed by