ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচারে এসেছে নতুনত্ব। খোদ নির্বাচন কমিশনের তরফে সেই প্রচার চালানো হচ্ছে দেশ জুড়ে। দেশের ভোটারা যাতে স্বচ্ছ ভাবে নিজের গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করতে পারে তা সুনিশ্চিত করার কথা নির্বাচন ঘোষণার দিন জানিয়েছিলেন খোদ নির্বাচন কমিশনার। এবার তাই ভোটে আর্থিক লেনদেনের মাধ্যমে কোন ভোটার যাতে বিক্রি না হয়, তারও প্রচার চালানো হচ্ছে।