Breaking
2 Nov 2024, Sat

ঝাড়গ্রামের একাধিক স্কুল পরিদর্শন করলেন  স্কুল শিক্ষা দফতরের কমিনশার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : স্কুলশিক্ষা দফতরের কমিশনার সৌমিত্র মোহন পরিদর্শন
করলেন ঝাড়গ্রামের একাধিক স্কুল। পরিদর্শনের পরে জেলা প্রশাসন ও স্কুলশিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। এদিন দুপুর বারোটায় ঝাড়গ্রামন শহরের কুমুদকুমারী ইনস্টিটিউশন পরিদর্শন করেন সৌমিত্র।স্কুলের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে বিরক্ত হন। স্কুলের প্রধানশিক্ষকের ঘর কেন অপরিচ্ছন্ন জানতে চান সে কথা। প্রধান শিক্ষক আমতা আমতা করে বলেন, কাল ঝড় হয়েছিল তাই স্কুলে ধুলো বালি হয়ে গিয়েছে। বিরক্ত সৌমিত্র জানতে চান, আপনার অফিস ঘরের ভিতরেও ঝড় হয়েছিল? এরপর স্কুলের মিড ডে মিলের রান্না ঘরে হাজির হন কমিশনার। ওই সময় ভাত রান্না হচ্ছিল। হাড়ি থেকে ছান্তা দিয়ে ভাত
তুলে দেখেন তিনি। কেন স্ব সহায়কদলের সদস্যরা অ্যাপ্রন পরেননি জানতে চান।
প্রধানশিক্ষক জানান ব্লক থেকে আমাদের স্কুলকে অ্যাপ্রন দেওয়া হয়নি। স্কুল
কর্তৃপক্ষ কমিশনারকে জানান, স্কুলের ইংরেজি মাধ্যম শাখায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি চলছে কিন্তু শিক্ষক নেই। স্কুলের পরিকাঠামোগত সমস্যার কথা বলেন প্রধানশিক্ষক। এবার কমিশনার যান রানি বিনোদ মঞ্জরী বালিকা বিদ্যালয়ে।
সেখানে মিড ডে মিলের রান্নার কর্মীরা অ্যাপ্রন পেয়েও পরেননি দেখে বিরক্ত হন তিনি। স্ব সহায়কদলের সদস্যরা বলেন, কা‌ল পরেছিলাম আজ পরা হয়নি। এবার বিরক্ত কমিশনার বলেন, আজ পরেননি। কাল পরেছিলেন। এসব কথার মানেনি।প্রধানশিক্ষিকা পুষ্পলতা মুখোপাধ্যায় স্কুলে নানা সমস্যার কথা জানান।দাবিগুলি লিখিত ভাবে দফতরে পাঠানোর নির্দেশ দেন কমিশনার।

Developed by