Breaking
25 Dec 2024, Wed

ভাগ্নীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মামা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভাগ্নীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন মামা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। গত সোমবার নয়াগ্রাম থানার পুলিস মামাকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম, হৃষিকেশ বেরা। তাঁর বাড়ি নয়াগ্রাম থানার বাছুরখোয়াড় গ্রামে। এদিন ধৃতকে ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তোলা হয়। বিচারক না‌ইয়ার আজম খান ধৃতকে দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Developed by