Breaking
24 Dec 2024, Tue

ম্যারিনার্সদের খোলা চিঠি দিলেন টুটুু বসু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোট হয়ে গেছে বেশ কয়েকমাস। এখনও স্পন্সর বা ইনভেস্টরের দেখা পায়নি মোহনবাগান ‌। পড়শি ক্লাব যখন কোয়েসের স্পন্সরশিপে আইএসএলে খেলার ভাবনায় ব্যস্ত তখন মোহনবাগান রয়ে গেছে সেই তিমিরেই। অসন্তোষ বেড়েছে সদস্য , সমর্থকদের মধ্যে ‌।

এমতাবস্থায় সবুজ-মেরুন সদস্য-সমর্থকদের খোলা চিঠি দিলেন সচিব টুটু বসু
এরপরই খোলা চিঠি দিয়ে আশ্বস্ত করলেন সচিব। তিনি জানালেন ক্লাবের অস্তিত্ব বিপন্ন করে কাউকে গ্রহণ করা হবে না। ক্লাবের ঐতিহ্য আর অস্তিত্বের সঙ্গে কোনওরকম আপোষ করা হবে না। যৌথ লিগের পক্ষে যে তিনি সেটাও সভ্য সমর্থকদের কাছে পরিষ্কার করে দেন সচিব।

Developed by