Breaking
27 Dec 2024, Fri

পশ্চিম মেদিনীপুরে দুই যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ফের দূর্ঘটনা। সপ্তাহের প্রথম দিনে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দুই জায়গায় বাস দূর্ঘটনায় আহত হয়েছিল ১৫ থেকে ২০ জন যাত্রী। আজ দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে বের বাস দূর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের কলোড়াতে বাঘেরমোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫-৩০ জন যাত্রী।ঘটনাস্থলে স্থানীয় ও দাসপুর পুলিশের সহযোগীতায় আহতদের প্রত্যেককে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ ঘাটাল পাঁশকুড়া রাজ্যসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।আপাতত যান চলাচল স্বাভাবিক।পুলিশ সূত্রে খবর,ঘাটাল থেকে মেছোগ্রাম গামী একটি যাত্রা দলের বাস উল্টোদিক থেকে আসা কাঁটাখালি-চন্দ্রকোণাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।কলোড়ার বাঘেরমোড়ে বাঁক থাকায় একটি মারুতি গাড়িকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা বলে পুলিশ জানায়।পুরুষ মহিলা সহ দুই বাসের গুরুতর জখম ২৫-৩০ জনের মতো।তাদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Developed by