Breaking
26 Dec 2024, Thu

পুলিশের হস্তক্ষেপে রাস্তা অবরোধ তুলে নিলেন বাসিন্দারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় বাৎসরিক শীতলা পুজো হয়। আজ পুজোর দিন ছিল। সেই উপলক্ষে গতকাল প্যান্ডেল ও লাইট সাজানো হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে দুস্কৃতি এসে সেগুলি ভেঙে দিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। তাই এখন পুজোর ঘট সহ শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধে সামিল হয়েছেন মহিলা -পুরুষরা। অবরোধস্থলে ঝাড়গ্রামের এসডিপিও এবং ঝাড়গ্রাম থানার আইসি এসে ঘটনার তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা। তারপর পুজোর ঘট মাথায় নিয়ে বাড়ি ফেরেন মহিলারা।

Developed by