Breaking
27 Dec 2024, Fri

হাতির তান্ডব লালগড়ের বিভিন্ন গ্রামে। নষ্ট জমির আলু, ধানের মত ফসল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড়ে হাতির পালের তান্ডব। স্হানীয় সূত্র পাওয়া খবর প্রায় ৫০টি হাতি রয়েছে ওই দলটিতে। লালগড়ের নেতাই ও বেলাটিকরি তে চাষের ব্যাপক ক্ষতি করেছে। আলু ও ধান চাষে ব্যাপক ক্ষতি। হাতির পাল টিকে তাড়ানোর চেষ্টা চলছে।

Developed by