Breaking
2 Jan 2025, Thu

বাঁকুড়ায় মাও হামলার শিকারদের পরিজনদের বিক্ষোভ, উত্তেজনা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাওবাদীদের হাতে নিহত ও অপহৃতদের পরিবারের সদস্যদের বিক্ষোভে চরম উত্তেজনা বাঁকুড়ার জেলাশাসকের দপ্তর চত্বরে। ওই যৌথ মঞ্চের দাবি, যাঁরা মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন অথবা অপহৃত হয়ে এখনও নিখোঁজ তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। এই দাবিতে এদিন বাঁকুড়ার জেলাশাসককে ডেপুটেশন দিতে এলে পুলিস ব্যারিকেড করে তাঁদের আটকে দেয়। তা ভেঙে দপ্তরে ঢোকার চেষ্টা করেন যৌথ মঞ্চের সদস্যরা। জঙ্গলমহলে জনসাধারণ কমিটির মতো রাস্তা কেটে, গাছ ফেলে জঙ্গি আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে।

Developed by