Breaking
2 Nov 2024, Sat

ঝাড়গ্রাম শহরে মরণ গাছ ! জানতে হলে পড়ুন…

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের মেন রোডের দু’ধারে দাঁড়িয়ে আছে অনেক শুকনো শাল গাছ। সেই গাছ গুলোই এখন শহরের মরণ গাছ ! গত কয়েকদিনের ঝড়ে ওই সব শুকনো গাছগুলির ডাল-পালা ভেঙে পড়তে শুরু করেছে। মাঝে মধ্যে একটু জোরে হওয়া দিলেই উপর থেকে আচমকায় পড়ে শুকনো ডাল-পালা। এর আগে শহরের এমনই গাছের ডাল ভেঙে সাধারণ মানুষ মারা গিয়েছেন। আবার গতকাল ঝড়ে গাছ চাপা পড়ে সঞ্জু পাণ্ডে নামে এক মহিলা মারা যান। জখম হয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন গীতা দাস। রবিবার বিকালে ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছিল। শহরের দু’ধারে ওই গাছ গুলির পূর্ত দপ্তরের অধীনে রয়েছে।

Developed by