Breaking
24 Dec 2024, Tue

ভোট প্রচারে বেলিয়াবেড়ায় তৃণমূল কংগ্রেস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভা নির্বাচন উপলক্ষে রবিবার গোপীবল্লভপুর ২ নং ব্লকের রান্টুয়ার একটি অতিথিশালায় নির্বাচনী প্রস্তুতি সভা হল। সভায় উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্ম্মু,ঝাড়গ্রাম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, যুব সভাপতি দেবনাথ হাঁসদা ও বেলিয়াবেড়া ব্লক সভাপতি টিঙ্কু পাল প্রমুখ। এদিন প্রায় ৬০০ জন দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুুতির বৈঠক হয়|

ছবি ও তথ্য :আকাশ শীট

Developed by