Breaking
2 Nov 2024, Sat

প্রতারণার হাত থেকে বাঁচতে সরাসরি অভিযোগ জানাতে পারবেন রোগীর পরিজনেরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হাসপাতালে এসে আপনি কি কোন প্রতারকের খপ্পরে পড়েছেন ? রোগীকে সাহায্য করার নাম করে আপনাকে কেউ টাকা চেয়েছে ? টাকার বিনিময়ে বেড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ? এবার থেকে এই সমস্ত সমাধানের সুবিধা এখন আপনার হাতের মুঠোয়। আর ছুটতে হবে না প্রশাসনের দরজায় দরজায়। হাতে একটা ফোন থাকলেই সব সমস্যার মুশকিল আসান হয়ে যাবে। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে এমনই অভিযোগ জানানোর সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে দেওয়া রয়েছে চিকিৎসকের নাম ও ফোন নম্বর। রাজ্যের সরকারি হাসপাতালে সব কিছুই পাওয়া যায় বিনামূল্যে। ওই বোর্ডে তা পরিষ্কার লেখা রয়েছে। এবার থেকে হাসপাতালে আসা রোগীর পরিজনেরা হয়রানি থেকে মুক্তি পাবেন।

Developed by