ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সুবর্ণরেখা নদী। তার দু’তীরে গড়ে উঠেছে নানা জনপদ। ঝাড়খন্ড, বাংলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। দু’পাড়ে বসবাসকারী হাজার হাজার মানুষ যে ভাষায় কথা বলেন, তা হল সুবর্ণরৈখিক ভাষা।
বিলুপ্ত প্রায় ভাষাকে বাঁচাতে উদ্যোগী হয়েছেন গোপীবল্লভপুরের বেশ কয়েকজন যুবক। তরুণ কবি প্রমিশ প্রতিম পাঞ্জার প্রথম কাব্যগ্রন্থ ‘বুল্টি মোকে ভালোবাসে, বুল্টি মোকে রাগে’এদিন প্রকাশিত হয়। বর্গীডাঙাতে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘গোপীবল্লভপুর সাহিত্য সম্মিলনী’র পক্ষ থেকে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অনিমেষ সিংহ, আশিষ দাস, উদয় শংকর মহান্তি প্রমুখ ব্যক্তিগণ। কবি প্রমিশ প্রতিম পাঞ্জার বলেন,’এই ভাষা আজ বিলুপ্তের পথে। তাই এই ভাষার চর্চা ও সাহিত্যের প্রয়োজন উপলব্ধি করেই প্রথম কাব্যগ্রন্থ লেখা। আগামী প্রজন্মের কাছে সুবর্ণরৈখিক ভাষা বাঁচিয়ে রাখার তাগিদেই আমার ক্ষুদ্র প্রয়াস।’
তথ্য ও ছবি :আকাশ শীট