Breaking
26 Dec 2024, Thu

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল সেনা দের ছবি দিয়ে কোন প্রচার করা যাবে না । পুলওয়ামা ঘটনার পরে বিজেপি যেভাবে প্রচার করছিল সেটা কি দেখে অন্যান্য রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু সেই সুপ্রিম কোর্টের নির্দেশে কে রীতিমতন বুড়ো আংগুল দেখিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাংলো নাম্বার ৬৭৭ গেটের বাইরে সার্জিক্যাল স্ট্রাইক এর হেলিকপ্টারের ছবি দিয়ে ছাপ্পান ইঞ্চি কা সিনা সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিলীপ ঘোষের ছবি দিয়ে চলছে প্রচার ।রীতিমতন এই ছবি ঘিরে বিতর্ক দেখা দিয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। যে বিজেপি সেনাকে নিজেদের নির্বাচনী প্রচারে ব্যবহার করছে সেনা কারো পৈত্রিক সম্পত্তি নেই । সেনা দেশের গর্ব তাদের নিয়ে রাজনীতি করা ঠিক নয় রীতিমতন এই সেনার ছবি ব্যবহার করাকে নিয়ে আমরা কমিশনকে জানাবো আজকেই লিখিত অভিযোগ জানাবো নির্বাচন কমিশনকে । সেনা নিয়ে যারা রাজনীতিতে নেমেছে তাদের যোগ্য জবাব দেবে উনিশএর লোকসভা নির্বাচন আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো বললেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ।

Developed by