Breaking
25 Dec 2024, Wed

দোলের আগেই হোলিতে মাতোয়ারা আদিবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অযোধ্যা পাহাড়ের নিচে আদিবাসী গ্রামগুলিতে দোলপূর্ণিমার আগের থেকেই শুরু হয়েছে হোলি। রঙ খেলা শুরু হয় সোহরাই পুজোর মধ্যে দিয়ে। এটাই নাকি তাদের পূর্বপুরুষের রীতি। অযোধ্যা পাহাড়ের জিলিং সেরেং সহ বেশির ভাগ আদিবাসী গ্রামেই রঙ খেলায় মেতেছে পুরুষ-মহিলারা। আট থেকে আশি সকলেই মাতোয়ারা। চলবে দোল পূর্ণিমা পর্যন্ত। আবহমান কাল থেকে চিরাচরিত প্রথা অনুযায়ী এটাই নিয়ম। যা আজও তার কোনো হেরফের হয়নি। পলাশের দেশ পুরুলিয়ার আদিবাসী গ্রামের আকাশে বাতাসে ছড়িয়েছে বসন্তের সুবাসিত রূপ।

Developed by