Breaking
25 Dec 2024, Wed

এবারে বসন্তোৎসবে মাতবে ঝাড়গ্রামের আর.বি.এম.স্কুলের প্রাক্তনীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের রানী বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সংসদের পরিচালনায় আগামী ২০শে মার্চ বুধবার সকাল দশটায় শুরু হবে বসন্তোৎসব।
বিদ্যালয়ের মাঠে নবীন ও প্রবীণ ছাত্রীদের মেলবন্ধন ঘটবে। বহু আবেগঘন আনন্দ মুখর সময়ের সাক্ষী হয়ে থাকার জন্য সকল বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের সাদর আহ্বান জানিয়েছে বিদ্যালয়ের প্রাক্তনী সংসদ।

Developed by