Breaking
25 Dec 2024, Wed

ওয়ার্ডে হারলে টিকিট পাবেন না কাউন্সিলার, সতর্ক করে দিল তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজ্যে আসন বাড়াতে দল ভাঙানোর খেলায় নেমেছে বিজেপি। আর সেই বিজেপিকে রুখে দিতে বদ্ধপরিকর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৪২টি আসনের সবক’টিই পাওয়া যে তাঁর পাখির চোখ, সেকথা তিনি সম্প্রতি বিভিন্ন সভায় প্রকাশ্যেই ঘোষণা করেছেন। সে কারণে দলীয় স্তরে টার্গেট ঠিক করে দিচ্ছেন মমতা। পুরদলের নেতা ফিরহাদ হাকিম পরিষ্কার জানিয়েছেন, তৃণমূলের প্রার্থীকে জয়ী করতেই হবে। যে ওয়ার্ডে সেই কাজে কাউন্সিলার ব্যর্থ হবেন, সেখানে ভবিষ্যতে তাঁকে আর টিকিট দেওয়া হবে না।

রাজ্যে ১২৬টি পুরসভার মোট কাউন্সিলারের সংখ্যা ৩৬০০। তার মধ্যে প্রায় ৩৫০০ কাউন্সিলার তৃণমূলের। এই কাউন্সিলাররাই দলের স্থানীয় স্তরে প্রধান মুখ। তাঁরাই মূলত দলের সংগঠন করেন। তৃণমূল দল অনেকটাই কাউন্সিলার ভিত্তিক। দল একটা বিষয় বুঝতে পারছে, কাউন্সিলারদের ব্যবহার, আচার-আচরণ, দৈনন্দিন জীবনযাপনের স্টাইল, সাংগঠনিক ক্ষমতা মানুষের মধ্যে বিরাট প্রভাব ফেলে। কিছু কাউন্সিলারের জনসংযোগ ক্ষমতা যেমন দলকে শক্তিশালী করেছে, ভোট বেড়েছে, আবার কিছু কাউন্সিলারের দুর্ব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বদলে যাওয়া জীবনযাপন মানুষের মধ্যে খারাপ প্রভাব ফেলেছে। সেই কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলারদের সতর্ক করেছেন বলে ধারণা। সেই সঙ্গে পুরসভাগুলির নাগরিক পরিষেবার কাজ আরও বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কাজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ না জন্মায়।

Developed by