Breaking
25 Dec 2024, Wed

ভয়াবহ আগুনে পুড়ে ছাই অন্তত ৮০টি ঝুপড়ি ঘর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- শনিবার ভয়াবহ আগুন লাগলো দক্ষিণেশ্বরের ব্রিজ লাগোয়া একটি বস্তিতে। পুড়ে ছাই অন্তত ৮০টি ঝুপড়ি ঘর।আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে চারপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করছিল দমকলের তিনটি ইঞ্জিন। পরে পৌঁছয় আরও দু’টি। হতাহতের এখনও কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছেন মদন মিত্র ও দমকল মন্ত্রী সুজিত বসু।

সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। দমকল আধিকারিকরা জানিয়েছেন, একাধিক সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়েছে বস্তিতে। পাশাপাশি ঘেঁষাঘেঁষি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বস্তি এলাকায়। পুড়তে শুরু করে একটার পর একটা ঘর।

আগুন এতটাই বিরাট আকার নিয়েছে যে এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছচ্ছে বলে জানা গিয়েছে।

Developed by