Breaking
2 Nov 2024, Sat

মাত্র ১২১ টাকা সঞ্চয় করলে আপনার মেয়ের বিয়েতে পাবেন ২৭ লক্ষ টাকা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আমাদের দেশে বিয়ে বিষয়টি একটু অন্য ধরনের বেশ কয়েক বছর ধরে সন্তানের বিয়ের জন্য টাকা সঞ্চয় করতে করতে করতে সারাটা জীবনই কেটে যায়৷ মেয়ের বিয়ের চিন্তায় বেশ কয়েকগুণ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন বাবা ও মায়েরা৷ সেই দিক মাথায় রেখেই দেশের সব থেকে বড় সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি একটি বিশেষ পিলিসি এসেছে মেয়ের বিয়ের জন্য ২৭ লক্ষ টাকা দেবে৷

মেয়েদের ভবিষ্যত সুদৃঢ় করতে জন্ম থেকেই একটি ভাল বিমা করা উচিৎ৷ আজ মেয়ের বিয়ে সংক্রান্ত এমন একটি পসিলির বিবরণ দেওয়া যাক যা সত্যি সত্যি বিশেষ ভাবে উপকার করে থাকে৷ এক নজরে দেখে নেওয়া যাক এলআইসি-এর কন্যাদান পলিসির বিষয়ে বিস্তারিত ভাবে বর্ণনা দেওয়া হল৷ এলআইসি এই বিশেষ পলিসিতে ২৫ বছরে ২৭ লক্ষ টাকা পাওয়া যাবে৷ প্রতি বছর পাওয়া যাবে এক লক্ষ টাকা করে৷

পলিসি ধারকের মৃত্যু হলেও লাভ পাবেন পরিবারের সদস্যরা দিতে হবেনা প্রিমিয়ামের টাকা৷ প্রতি বছর এক লক্ষ টাকা দেবে সংস্থা৷ পলিসি ধারকের মৃত্যু হলেও লাভ পাবেন পরিবারের সদস্যরা দিতে হবেনা প্রিমিয়ামের টাকা৷ প্রতি বছর এক লক্ষ টাকা দেবে সংস্থা৷

মেয়ের বিয়ের বয়সেই বিয়ের জন্য প্রয়োজনীয় টাকাও আসবে৷ এই যোজনায় ১২১ টাকা প্রতিদিনের হিসাবে মাসে ৩,৬০০ টাকা দিতে হবে৷ তবে এর থেকে কম বা বেশি প্রিমিয়াম কেউ দিতে চাইলে সেই পরিমাণ টাকা দেওয়ারও ব্যবস্থা রয়েছে৷

এক নজরে বিস্তারিত পলিসি যটি দেখে নিন-পলিসির মেয়াদ ২৫ বছর, ২২ বছর পর্যন্ত পলিসির প্রিমিয়াম দিতে হবে, প্রতিদিন ১২১ টাকা হিসাবে মাসে ৩,৬০০ টাকা হিসাবে প্রিমিয়াম দিতে হবে৷ বিমা ধারকের মৃত্যু হলেও প্রিমিয়াম আর দিতে হবেনা বিমার সমস্ত সুযোগ সুবিধা পলিসি ধারকের পরিবারের সদস্যরা৷

Developed by