Breaking
2 Nov 2024, Sat

VVPAT (ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল ) ব্যবহার করে কীভাবে ভোটাধিকার প্রয়োগ  করবেন?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ১) নির্বাচনি বুথে প্রবেশ করুন। আপনি যখন ভোটদান কম্পার্টমেন্টে প্রবেশ করবেন তখন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিটকে সক্রিয় করবেন।

২) প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিটকে সক্রিয় করার পর EVM মেশিনে একটা সবুজ রঙের আলো জ্বলবে। সেটা জ্বলছে কিনা দেখুন। যদি সেটা জ্বলে তাহলে বুঝবেন মেশিন ভোটগ্রহণের জন্য প্রস্তুত।

৩) আপনার পছন্দসই প্রার্থী আপনি নির্বাচন করুন ও দলের চিহ্নের পাশে নীল 🔵 রঙের বোতাম টি টিপুন।

৪) তারপর দেখুন আপনার নির্বাচিত প্রার্থী ও দলের চিহ্নের পাশে লাল 🔴 রঙের লাইটটি জ্বলছে কিনা।

৫) এরপর VVPAT এর স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করুন। দেখবেন একটা কাগজের টুকরোয় আপনার পছন্দের প্রার্থীর নাম, ক্রমিক নং ও চিহ্ন ছেপে গেছে। ওই কাগজের টুকরোটি ওই VVPAT মেশিনে সাত সেকেন্ড পর্যন্ত দেখতে পারবেন। তারপর ওই কাগজের টুকরোটি স্ক্রিন ছেড়ে গিয়ে VVPAT এর ড্রপ বক্সে গিয়ে জমা হবে।

Developed by