Breaking
25 Dec 2024, Wed

রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই নজরদারি চলবে, দাবি আয়কর দপ্তরের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোটের আগে কালো টাকার লেনদেন রুখতে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই নজরদারি চালানো হবে বলে জানাল আয়কর বিভাগ। শুক্রবার এখানকার ইনভেস্টিগেশন বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর আশিস বর্মা বলেন, আমরা মোট ২০০ জনের একটি টিম তৈরি করেছি। কালো টাকার লেনদেন হচ্ছে, এমন কোনও খবর থাকলে, তা রোখা এই টিমের কাজ। যদি কোনও ব্যক্তি মোটা অঙ্কের নগদ টাকা সহ ধরা পড়েন এবং সেই টাকার উৎস বা বৈধতা নিয়ে জুতসই জবাব বা প্রমাণ দিতে না পারেন, তাহলে সেই টাকা বাজেয়াপ্ত করা হবে। ভোট গণনা পর্যন্ত এই কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই কলকাতায় এমন তিন কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি ওই কর্তার। তিনি বলেন, সাধারণ মানুষও এই বিষয়ে সজাগ করতে পারে আয়কর দপ্তরকে। যদি কারও কাছে কালো টাকা সংক্রান্ত কোনও তথ্য থাকে, তাহলে তিনি ১৮০০৩৪৫৫৫৪৪ টোল ফ্রি নম্বরে জানাতে পারবেন। এছাড়াও দু’টি মোবাইল নম্বর ৬২৮৯৭০২৯২২ এবং ৬২৮৯৭০৪১৪৬ রাখা থাকবে এই সংক্রান্ত তথ্য নেওয়ার জন্য। তবে যিনি দপ্তরকে তথ্য দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে, জানিয়েছে আয়কর দপ্তর।

Developed by