Breaking
25 Dec 2024, Wed

নুসরত জাহানের নামে আপত্তিকর পোষ্ট করে গ্রেফতার দুই

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হল দু’‌জনকে। তার মধ্যে একজন বিজেপির আইটি সেলের আহ্বায়ক সৌমেন্দু চক্রবর্তী। বসিরহাটের বাদুড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। ওই একই অভিযোগে গাইঘাটা থেকে এলাকা থেকে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়।

ধৃত বিজেপির আইটি সেলের আহ্বায়ক সৌমেন্দু চক্রবর্তীর মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে অনেকগুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিস। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ ষড়যন্ত্র করে তাঁদের দলের নেতাকে ফাঁসানো হয়েছে।

Developed by