Breaking
4 Nov 2024, Mon

কাল-পরশু ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আজ, শনিবার সম্ভাবনা কম। কিন্তু আবহাওয়াজনিত পরিস্থিতি অনুকূল থাকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে বলেই আবহাওয়াবিদরা মনে করছেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে যে ঝড়-বৃষ্টি শুরু হয়। তা শুক্রবারও অব্যাহত ছিল। আজ, শনিবার অবশ্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি না হলেও পরবর্তী দুই দিন অর্থাৎ রবি ও সোমবার ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তা হওয়ার সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল, একদিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরদিক কিছুটা শীতল ও শুষ্ক বায়ু আসবে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে আসবে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস। বায়ুমণ্ডলের নীচের স্তরে দুই শ্রেণীর বিপরীতধর্মী বায়ুর মিলনে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। শুক্রবার দুপুরের পর থেকে পর্যায়ক্রমে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রমেঘ সৃষ্টি হয়। সন্ধ্যার পর বজ্রমেঘের সঞ্চার হয় মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রমেঘের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে। তবে তার মাত্রা খুব বেশি ছিল না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে জোরালো হাওয়া ছিল। তবে কালবৈশাখীর ঝড় বলতে যা বোঝায়, তা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় হয়নি। আলিপুর আবহাওয়া অফিসে সন্ধ্যা ৬টা নাগাদ ঘণ্টায় ৫৯ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া পরিমাপ করা হয়। কিন্তু এটি এক মিনিটের কম স্থায়ী হওয়ার কারণে কালবৈশাখীর তকমা পায়নি।

Developed by