Breaking
25 Dec 2024, Wed

২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ১৭টি আসন ছেড়ে ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন গোবিন্দ রায়, আলিপুরদুয়ারে আরএসপি প্রার্থী মিলি ওঁরাও, জলপাইগুড়িতে সিপিএমের ভগীরথ রায়, রায়গঞ্জে মহম্মদ সেলিম প্রার্থী হচ্ছেন। এছাড়া বালুরঘাটে আরএসপির রণেন বর্মন, মুর্শিদাবাদে সিপিএমের বদরুদ্দোজা খান, রানাঘাটে সিপিএমের রমা বিশ্বাস, বনগাঁয় সিপিএমের অলোকেশ দাস, দমদমে সিপিএমের নেপালদেব ভট্টাচার্য, বারাসতে ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাস, বসিরহাটে সিপিআইয়ের পল্লব সেনগুপ্ত, জয়নগরে আরএসপির সুভাষ নস্কর, ডায়মন্ডহারবারে সিপিএমের ফুয়াদ হালিম, যাদবপুরে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণে সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায়, উলুবেড়িয়ায় সিপিএমের মাকসুদা খাতুন, হুগলিতে সিপিএমের প্রদীপ সাহা, আরামবাগে সিপিএমের শক্তিমোহন মালিক, ঘাটালে সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়, মেদিনীপুরে সিপিআইয়ের বিপ্লব ভট্ট, পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের বীর সিং মাহাত, বিষ্ণুপুরে সিপিএমের সুনীল খাঁ, বর্ধমান পূর্বে সিপিএমের ঈশ্বরচন্দ্র দাস, বর্ধমান-দুর্গাপুরে সিপিএমের আভাস রায়চৌধুরী ও বীরভূমে রেজাউল করিমকে প্রার্থী করা হয়েছে।

Developed by