Breaking
24 Dec 2024, Tue

জঙ্গি হামলার জেরে বাতিল বাংলাদেশ-নিউজিল্যান্ড ৩য় টেস্ট ম্যাচ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ক্রাইস্টচার্চে সন্ত্রাসবাদী হামলার কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টটি বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিসিবির সঙ্গে কথা বলে তাদের সম্মতি নিয়েই এই টেস্ট বাতিল ঘোষণা করেছে কিউইদের বোর্ড। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা যথেষ্ট মানসিক ট্রমায় আছেন। টেস্ট বাতিলের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে আইসিসি। ডেভ রিচার্ডসন জানিয়েছেন ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলায় যে সকল পরিবার ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুই দল, স্টাফ ও ম্যাচ অফিশিয়ালরা নিরাপদে আছেন। টেস্ট ম্যাচ বাতিলের সিদ্ধান্তের প্রতি আইসিসির পূর্ণ সমর্থন রয়েছে। ‘

ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলায় এখন পর্যন্ত ৪৯জন নিহত যার মধ্যে আছেন দুই বাংলাদেশিও। ঘটনার ৩-৪ মিনিট পর ওই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যান বাংলাদেশের ক্রিকেটাররা। স্থানীয় এক মহিলার সতর্কবাণী শুনে তাঁরা সেখান থেকে দৌড়ে পালান। বাংলাদেশ দলকে বিশেষ প্রহরায় হোটেলে নিয়ে যাওয়া হয়।

Developed by