Breaking
26 Dec 2024, Thu

ঝাড়গ্রাম জেলায় সদাসতর্ক ফ্লাইংস্কোয়াড

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে ঘুরছে ১২টি ফ্লাইংস্কোয়াড গাড়ি।শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিভিন্ন জায়গায় চেকিং করে ফ্লাইংস্কোয়াড গাড়ি | কোন গাড়ি চেকিং ছাড়া ছাড়ছেনা ফ্লাইংস্কোয়াড |
এছাড়াও কোন অভিযোগ উঠলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে এই গাড়ি। জেলার বর্ডার এলাকা সহ নানা জায়গায় ইতিমধ্যে চেকিং চলছে তাছাড়াও শহরে ঢোকার ও বাইরে যাবার মুখে নজর রয়েছে ফ্লাইংস্কোয়াডের |

Developed by