ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- স্কুলশিক্ষার কেন্দ্রীয় পোর্টালের ধাঁচেই এবার উচ্চশিক্ষা বিভাগে পোর্টাল তৈরি হচ্ছে। এ নিয়ে কাজ চলছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পোর্টালে শিক্ষকদের খুঁটিনাটি থেকে ভর্তির যাবতীয় তথ্য দেওয়া থাকবে। ভর্তির প্রসঙ্গে বিশেষ করে, প্রতিদিন কত পড়ুয়া ভর্তি হচ্ছে, সেই তথ্য প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়কে আপলোড করতে হবে। এর ফলে ভর্তি প্রক্রিয়ায় নিয়মিত নজর রাখতে পারবেন দপ্তরের আধিকারিকরা। এছাড়াও কোন শিক্ষক কোথায় বদলি হচ্ছেন, সেটিও থাকবে এই পোর্টালে। আধিকারিকরা যেমন সব কিছু দেখতে পাবেন, তেমন সাধারণ মানুষও সেখানে অনেক কিছু জানতে পারবেন। স্কুলশিক্ষার পোর্টালের মতো এখানে শিক্ষকদের প্রতিদিন কিছু আপলোড করতে হবে না। যা করার তা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। কিন্তু দপ্তরের মধ্যে এ নিয়ে প্রশ্নও উঠেছে। স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষার পৃথক পোর্টাল কেন করা হচ্ছে? দপ্তর যখন একটি, তখন একটি পোর্টালেই দু’টি বিভাগের লিঙ্ক দেওয়া যেত।