Breaking
26 Dec 2024, Thu

ঝড়ে গাছ পড়ে ভাঙল স্কুলের প্রাচীর , অবরুদ্ধ বিনপুর – লালগড় রাস্তা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবারের সন্ধ্যার আচমকা ঝড় বৃষ্টির জেরে বিনপুর প্রাথমিক বিদ্যালয়ের সীমানার পাঁচিলের ভেতরের একটি পুরোনো বটগাছ উল্টে অবরুদ্ধ হয়ে পড়ে বিনপুর লালগড় সড়ক রাস্তা । রাস্তার দিকে স্কুলের প্রাচীরটি পুরো ভেঙে পড়ে| এবং রাস্তার উপর দিয়ে যাওয়া ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে রাস্তার ওপর। বিনপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন । গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চলছে । জখম বা হতাহতের কোন খবর নেই |

ছবি ও তথ্য : পুরন্দর ভৌমিক

Developed by