Breaking
26 Dec 2024, Thu

প্রবল ঝড়ে ভাঙল ঝাড়গ্রামের বৈকালিক পার্কের শেড

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ঝড়-বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলা শহরের একমাত্র বয়স্কদের জন্য তৈরি করা বৈকালিক পার্কের ভেতরে দুটি শাল গাছ ভেঙে পড়ে। পার্কের ভিতরে যে বসার জায়গা আছে তার উপর শাল গাছ পড়ায় পার্কের মধ্যে থাকা দুটি বসার জায়গা ভেঙে গুড়িয়ে গিয়েছে।

Developed by