ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কাল রাজ্যে আসছে ১০০০ আধাসেনা । সবচেয়ে বেশি সংখ্যক আধাসেনা মোতায়েন করা হবে দক্ষিণ ২৪ পরগনায়। ২০০ আধাসেনা মোতায়েন করা হবে দক্ষিণ ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনায় ১০০ আধাসেনা মোতায়েন করা হবে।মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে মোতায়েন করা হবে ১০০ করে আধাসেনা।১০০ করে আধাসেনা মোতায়েন করা হবে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরে।উত্তর দিনাজপুর ও কলকাতাতেও মোতায়েন করা হবে ১০০ আধাসেনা। শনিবার থেকেই টহল দিতে শুর করবে আধাসেনা।