Breaking
24 Dec 2024, Tue

মহম্মদ শামির বিরুদ্ধে চার্জশিট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় চার্জশিট দিল কলকাতা পুলিস। তাঁর স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতেই এই চার্জশিট। নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।৪৯৮এ ধারায় তাঁকে চার্জশিট দেওয়া হয়েছে। পাশাপাশি শামির দাদা মহম্মদ হাসিবের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে। ৩৫এ এবং ৪৯৮এ ধারা আনা হয়েছে তাঁর চার্জশিটে ।

Developed by