Breaking
25 Dec 2024, Wed

নাম না করে ভারতী ও মুকুলকে রানী ও গদ্দার বলে কটাক্ষ: পার্থ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- জঙ্গলমহলে এক রানী ও গদ্দার ছিল, রানী ও গদ্দার মিলে জঙ্গলমহলকে শেষ করবার চেষ্টা করেছিল। সেটা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন। এখন তিনি হয়ে গিয়েছেন নেত্রী। গদ্দারকে অন্য পোষাকে ভালো লাগছে। নেতা তো নেই এখন, চাটুকাবৃত্তি করছে। নাম না করে জামবনি ব্লকের চিল্কিগড় অঞ্চলের টুলিবরে ছাত্র যুব জেলা সম্মেলন এমনি কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি আরো জানান আমরা প্রকৃত মানুষের সঙ্গে দল করি। বেড়ালকে পাম দিলে বেড়াল হবে না।
যারা দেশ সামলাতে পারে না, তারা আবার রাজ্য সামলাতে এসেছে। কে দেবে দায়িত্ব। মমতার মতো ১৮ ঘন্টা কাজ করতে পারবে।কংগ্রেস সাইনবোর্ড কেউ নেই। চারটা লোক দাপাদাপি করছে। গত বারের নির্বাচন পুস্তিকা নিয়ে আসুন, কপ্টারে ও বিমানে করে নিয়ে এসে বলুক কি তাঁরা করেছে। বাংলায় অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে। সমস্ত প্রকল্পের টাকা বন্ধ নাহয় অর্ধেক করে দিয়েছে।

Developed by