Breaking
26 Dec 2024, Thu

উর্দি পরিয়ে গেরুয়া শিবির ছাপ দেবে : পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ওরা ভয় পাচ্ছে। ওরা গন্ডগোল করে স্পর্শকাতর বুথ বলছে। তারমানে উর্দি পরিয়ে গেরুয়া শিবির ছাপ দেবে। অত সোজা নাকি এটা বাংলার মানুষ জেগে আছে, ঘুমিয়ে নেই।জামবনি ব্লকের চিল্কিগড় অঞ্চলের টুলিবরে ছাত্র যুব জেলা সম্মেলনে এমনি মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি আরো জানান সমাজকে দ্বিখন্ডিতকরে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। ধর্মের, ভাষার ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে। আমরা চায়, অখন্ড ভারত। সেদিন মমতা নোট বন্দির বিরোধীতা করেছিলেন। আজকে রির্জাভ ব্যাঙ্কের কর্তারা বলছেন, আমরা চায় নি। জোর করে করানো হয়েছে। ২ কোটি মানুষ কর্মচ্যুত হয়েছে। কালো টাকা আসেনি। কলো টাকা ব্যাঙ্কে গচ্ছিত করবারব্যবস্থাহয়েছে। যাদের কোন সাফল্যের ইতিহাসা নেই। তার বাংলায় অশান্ত লাগানোর চেষ্টা করছে।

Developed by