Breaking
27 Dec 2024, Fri

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মৃত্যু ঘাটালের ব্যবসায়ীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আনন্দ করে ফেরার পথে দূর্ঘটনার কবলে গাড়ি।মৃত্যু কোলে ঢুলে পড়েন সুশীলবাবু।পথ দূর্ঘটনায় মৃত্যু ঘাটালের ব্যবসায়ীর। গতকাল রাতে ঘাটালের ব্যবসায়ী সুশীল দাস একটি বিয়ে বাড়িতে যোগদান করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে।স্করপিও গাড়িটিতে চড়ে ফেরার পথে সোনামুই এর কাছে দূর্ঘটনার কবলে পড়ে পাশের নয়নজুলিতে উল্টে যায় গাড়িটি। হাসপাতাল অানা হলে পথেই সুশীল দাস ও তাঁর মেয়ে মামনি দাস এর মৃত্যু হয়। গাড়ির মধ্যে থাকা অন্যান্যরা অাহত হন।সকলের ঘাটাল হাসপাতালে চিকিৎসা চলছে।ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Developed by