Breaking
25 Dec 2024, Wed

কেশিয়াড়িতে নাবালিকা পাচারকারী সন্দেহে মারধর বৃদ্ধাকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রথমে বেধড়ক মার,পরে সকলের সামনে চুল কেটে দেওয়া হয় বৃদ্ধার।একবিংশ শতকে এমনই বর্বরতার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার আনাড় গ্রাম।পুলিশ সূত্রে জানা গেছে নারী পাচার সন্দেহে বৃদ্ধাকে মারধর করে গ্রামবাসীরা।প্রহৃত ওই বৃদ্ধার নাম চঞ্চলা প্রধান(৫৪)।যদিও গুরুতর অসুস্থতার কারণে পরিচয় জানতে পারেনি পুলিশ।স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রহৃত ওই বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে,ওই অপরিচিত বৃদ্ধা গ্রামের মেয়েদের নানা অছিলায় ভুলিয়ে বাইরে পাচার করত।যদিও এর সমর্থনে লিখিত কোন অভিযোগ দায়ের হয়নি কেশিয়াড়ি থানায়।
সূত্রের খবর আনাড় গ্রাম থেকে নিখোঁজ হয়ে যাওয়া ওই মেয়েটির খোঁজ বর্ধমান এ পাওয়া গিয়েছে।মেয়েটির পরিবার খবর পেয়ে উদ্দেশ্যে রওনা দিয়েছে।

Developed by