Breaking
25 Dec 2024, Wed

তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু শতাব্দি রায়ের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথেই রাজনৈতিক দলগুলি তাদের মনোনীত প্রার্থীদের বাছাই ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তবে সবার থেকে এগিয়ে পশ্চিমবঙ্গে শাসনে থাকা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস গত সোমবারই রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে আগাম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই প্রার্থী তালিকায় বীরভূম লোকসভা কেন্দ্রে স্থান পেয়েছে অভিনেত্রী ও দুই বারের সাংসদ শতাব্দী রায়। তবে তিনি এবারি প্রথম নয় এর আগেও দু দুবার এই কেন্দ্রে লড়াই করেছেন এবং জয় হাসিল করেছেন। আর এবার তৃণমূলের তরফ থেকে দলীয় ভাবে তাকে লোকসভা নির্বাচনে লড়ার জন্য বেছে নেওয়াই তৃতীয়বারের জন্য তিনি লড়াইয়ের ময়দানে।

লোকসভা ভোটের লড়াইয়ে নেমে তিনি আজ তারাপীঠ মন্দিরের তারা মায়ের পুজো দিয়ে নতুন করে প্রচারে নামবেন বলে জানা যায়। তারা মায়ের কাছে পুজো দেওয়ার পর তিনি বলেন, “মায়ের কাছে আমার মনোবাঞ্ছা জানিয়েছি। আমার বিশ্বাস এবারের লোকসভা নির্বাচনে অন্যান্য বছরের তুলনায় ভোটের ব্যবধান অর্থাৎ আমার জয়ের ব্যবধান আরও বাড়বে। সেখানেই বিরোধী বলতে তো কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। কংগ্রেস সিপিএম নিজেদের মধ্যেই সমঝোতা নিয়ে ব্যস্ত।”

অন্যদিকে তিনি সাংবাদিকের সামনে এক প্রকার স্বীকার করে নেন, ফল ঘোষণার পর হয়তো বিজেপিই দ্বিতীয় স্থানে থাকতে পারে।

Developed by