Breaking
26 Dec 2024, Thu

ভোটের নির্ঘন্ট ঘোষণার পর শুটআউটে জখম তৃণমূল কর্মী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভা ভোটের দিন ঘোষনার পর বুধবার রাত এগারোটা নাগাদ সোদপুর বি.টি.রোডের উপর চলল গুলি। জখম হয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ পরিতোষ দাস নামে এক তৃণমূল কর্মী। পরপর তিনটি শব্দ হয় যখন তখন রাস্তায় থাকা মানুষ ও দোকানদাররা ভাবেন হয়তো কোন গাড়ির টায়ার ফেটেছে। কিন্তু তাদের এই ভুল ভাঙে কয়েক মিনিটের মধ্যে। যখন একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ছুটে এসে একটি হোটেলের সামনে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে কয়েকজন যুবক এসে ওই পরিতোষ দাস কে উদ্ধার করে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ীরা একটি কালো রঙের গাড়িতে করে এসেছিল। কি কারনে পরিতোষকে গুলি চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ।

Developed by