Breaking
25 Dec 2024, Wed

আজ বিশ্ব কিডনি দিবস, রাজ্যজুড়ে অনুষ্ঠান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আজ, বৃহস্পতিবার, বিশ্ব কিডনি দিবস। এই উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল এবং সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল এক অনুষ্ঠানে আসবেন দেশের অন্যতম খ্যাতনামা নেফ্রোলজিস্ট এবং পিজিআই চণ্ডীগড়ের প্রাক্তন বিভাগীয় প্রধান ডাঃ বিনয় সাখুজা। অ্যাকিউট কিডনি ইনজুরি, কিডনি প্রতিস্থাপন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে। কিডনির স্বাস্থ্য নিয়ে ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে সচেতনতা লিফলেট বিলি করা হবে। সকাল সাড়ে সাতটা নাগাদ গড়িয়াহাট লাগোয়া একটি বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে কিডনি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। বিশিষ্ট ইউরোলজিস্ট ডাঃ শিবাজি বসু, নেফ্রোলজিস্ট ডাঃ উপল সেনগুপ্ত প্রমুখ অংশ নেবেন তাতে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান হবে কলকাতা, দুই শহরতলি সহ বিভিন্ন এলাকায়। প্রসঙ্গত, তথ্য জানাচ্ছে, গোটা পৃথিবীতে ৮৫ কোটি মানুষ কিডনির সমস্যায় ভুগছেন। বছরে ২৪ লাখ মানুষের মৃত্যু হচ্ছে কিডনির কোনও না কোনও অন্তিম পর্যায়ের রোগভোগে।

Developed by