Breaking
25 Dec 2024, Wed

অমানবিক ‘আধার’ ! কার্ডের জন্য রাস্তায় কাটছে রাত !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চূড়ান্ত অমানবিক দৃশ্য ঝাড়গ্রাম হেড পোস্ট অফিসের সামনে। আধার কার্ডের নাম নথিভুক্ত করতে রাত থেকেই লাইন দিতে হচ্ছে মানুষজনদের। এটাই নাকি এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে ঝাড়গ্রাম হেড পোস্ট অফিসে। খোলা আকাশের নিচে শুয়ে খুদে পড়ুয়া ও তাঁদের পরিজনেরা। কেউ এসেছেন বেলপাহাড়ি কেউ এসেছেন মানিকপাড়া, কেউ বা আবার গিধনী থেকে। সারা খোলা আকাশের নিচে এভাবে শুয়ে থাকাটা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ? কবে আধার থেকে আলোর পথ দেখবেন দরিদ্র ছাপোষা মানুষগুলো ?

Developed by