Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম আদালতে শৌচাগার ও স্নানাগারের উদ্বোধন করলেন জেলা বিচারক

ঝাড়গ্রাম : বুধবার ঝাড়গ্রাম আদালতে শৌচাগার ও স্নানাগারের উদ্বোধন করলেন বিচারক। এদিন দুপুরে আনুষ্ঠানিক সূচণা করেন পশ্চিম মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক অনন্যা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে শৌচাগার ও স্নানাগারটি বানানো হয়েছে। এদিন মেদিনীপুরের জেলা জজ ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক নাইয়ার আজম খান, দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক আনন্দ তেওয়ারি, বিশিষ্ট আইনজীবী সতীন্দ্রনাথ পতি চৌধুরি, প্রশান্ত রায় প্রমুখ।

Developed by