Breaking
26 Dec 2024, Thu

নিম্নমানের মোরাম দিয়ে রাস্তা তৈরি করায় কাজ আটকে দিল গ্রামবাসীরা

ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার বড়ভাউদি থেকে চিতলাবনি পর্যন্ত ৫ কিমি রাস্তার কাজ হচ্ছিল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যে পরিমান জিনিস ও গুনগত মান ঠিক রেখে রাস্তা করার কথা। সে মত কাজ না হওয়ায় এদিন গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেয় ঠিকাদার সংস্থার। গ্রামবাসী ধর্মেন্দ্র মাহাতো বলেন,’কাজের জন্য সাইনবোর্ড লাগানো রয়েছে। সেখানে উল্লেখ করা আছে কি কি জিনিস দিয়ে রাস্তা তৈরি হবে। কিন্তু বাস্তবে সেই জিনিস দিয়ে কাজ না করায় তা বন্ধ করতে বলি। প্রথমে উল্টে ঠিকাদারের লোকজন আমাদেরকে হুমকি দিয়ে বলেন আমরা ঠিক কাজ করছি। যেখানে খুশি বলবেন যান। পরে অবশ্য কাজ বন্ধ করে দেয় তারা।’

Developed by