পশ্চিম মেদিনীপুর:- অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃনমুল কংগ্রেসের প্রার্থী করা হল রাজ্য সভার সাংসদ মানস রঞ্জন ভুঁইয়াকে।তবে সেই সময় সেই প্রশ্ন উড়িয়ে দিয়েছিলেন মানস রঞ্জন ভুঁইয়া। কিন্তু আজ কালীঘাট থেকে তৃনমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানস ভুঁইয়ার নাম ঘোষনা করলো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য। তারপরেই সবং য়ের দলীয় কার্যালয়ে ফোন আসতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে। এমনকি শুভেচ্ছা বার্তাও আসে। তবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে মুখ্যমন্ত্রীর পুরো সাংবাদিক বৈঠক দেখার পর তিনি কর্মীদের সঙ্গে কথা বললেন। সবাইকে নিয়ে নির্বাচনে লড়ার কথা জানান মানস বাবু।