Breaking
25 Dec 2024, Wed

চা বাগানে মহিলার কান ছিঁড়ে নিল চিতাবাঘ

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সোমবার দুপুরে ঘাস কাটার সময় আচমকা একটি চিতাবাঘ ঘাড়ে লাফ দিয়ে এক মহিলার একটি কান ছিঁড়ে নিয়ে গিয়েছে। চিতাবাঘের হামলায় গুরুতর জখমও হয়েছেন মাদারিহাটের বন্ধ ঢেকলাপাড়া চা বাগানের আপার লাইনের ওই মহিলা। বন দপ্তর জানিয়েছে, জখম মহিলার নাম কলাবতী ওরাঁও। এদিন ঘটনাটি ঘটে বান্দাপানি এলাকায়। চিতাবাঘটি মহিলাকে জখম করেই পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। জখম মহিলাকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলপাইগুড়ি বন দপ্তরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার রাজীব দাস বলেন, জখম মহিলার চিকিৎসার সমস্ত খরচই বহন করবে বন দপ্তর। জখম মহিলা বর্তমানে সুস্থই আছে।

Developed by