Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম জেলায় ১২টি ফ্লাইংস্কোয়াড গাড়ির উদ্বোধন করলেন জেলাশাসক

ঝাড়গ্রাম : লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় ১২টি ফ্লাইংস্কোয়াড গাড়ি ঘুরবে জেলার প্রতিটি প্রান্তে। এদিন জেলাশাসকের কার্যালয়ের সামনে গাড়িগুলির উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানি এ । উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ জেলা পুলিশ-প্রশাসনের কর্তারা। জেলাশাসক আয়েশা রানি এ বলেন,”জেলার চারটি বিধানসভা এলাকায় ১২টি গাড়ি ঘুরবে এবং সমস্ত জায়গায় চেকিং করবে।”

Developed by