Breaking
26 Dec 2024, Thu

ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থীর দৌড়ে এগিয়ে বীরবাহা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এখন পর্যন্ত তৃণমূলের দলীয় সূত্রে জানা যাচ্ছে বীরবাহায় প্রার্থী হচ্ছে ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রে । কিন্ত কে এই বীরবাহা তা নিয়ে কৌতুহল দেখা দিয়েছে দলের মধ্যে। আপাতত বীরবাহা টুডু এবং বীরবাহা হাঁসদা এই দুটি নাম উঠে এসেছে। তার মধ্যে পাল্লা ভারী বীরবাহা টুডুর। পেশায় শিক্ষিকা বীরবাহা টুডু। তিনি আদিবাসী আন্দোলনের নেতা রবীন টুডুর স্ত্রী। আর একজন, বীরবাহা হাঁসদা হলেন সাঁওতালি অভিনেত্রী। তিনি প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদার মেয়ে। তবে শেষমেষ কার কপালে শিকে ছেড়ে সে দিকেই তাকিয়ে গোটা জঙ্গলমহল।

Developed by