Breaking
26 Dec 2024, Thu

ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী কে ? শাসকদল তৃণমূলের মধ্যে চলছে জোর গুঞ্জন

ঝাড়গ্রাম : পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রাম জেলায় বিজেপি বেশ কিছু আসন দখল করেছে। যা আগের থেকেই চাপে রেখেছিল শাসকদল তৃণমূলকে। তাই লোকসভায় তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে জোর গুঞ্জন চলছে জেলায় শাসক দলের নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজনের মধ্যেও। যদিও তৃণমূল সূত্রে বেশ কয়েকটি নাম ঘোরা ফেরা করছে তৃণমূলের অন্দরে। বীরবাহা হাঁসদা, বীরবাহা টুডু, জোৎস্না মাণ্ডি, লক্ষণ সরেন, দাখিন মুর্মু, অশোক মুর্মুদের নাম রয়েছে চর্চার তালিকায়। কার ভাগ্যে শিকে ছেড়ে তা এখন কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র !

Developed by