নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে সেনার এনকাউন্টারে খতম তিন জৈশ-এ -মহম্মদ এর জঙ্গি। মৃত জঙ্গিদের সনাক্ত করেছে সেনা। মৃতদের মধ্যে একজন পাকিস্তানি জঙ্গিও ছিল, যার নাম সাজ্জাদ বলে জানা যায়। আপনাদের জানিয়ে রাখি পুলওয়ামা হামলায় জঙ্গি সাজ্জাদের গাড়ির ব্যাবহার করা হয়েছিল।
ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে হাতিয়ার আর বিস্ফোটক উদ্ধার করেছে সেনা। জঙ্গিদের থেকে উদ্ধার করা হাতিয়ার আর বিস্ফোটক জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদের জানিয়েছে সেনা। সেনা ত্রালে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর, রবিবার সকাল থেকে এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালায়।
ত্রালের পিংলিশ এলাকায় সেনার এনকাউন্টার শুরু হয়। এই অভিযানে সেনার সিআরপিএফ আর জম্মু কাশ্মীরের পুলিশের এসজিও জওয়ানেরা যুক্ত ছিল। সেনার এনকাউন্টারে খতম হয়েছে তিন জৈশ এর জঙ্গি। তিনজনের মধ্যে এক জঙ্গি পাকিস্তান এবং বাকিরা স্থানীয় ছিল বলে জানা যায়।