Breaking
25 Dec 2024, Wed

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক

ঝাড়গ্রাম:- সোমবার বিকালে নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া গ্রামে উমাকান্ত মাহাত নামে এক ব্যক্তির মাটির বাড়িতে আগুম লেগে পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ির মালিক হলেন উমাকান্ত মাহাত। বিকালে উনুনে রান্না করার সময় মূহুর্তের মধ্যে পুড়ে যায়। তবে কেউ জখম হয় নি। খবর পেয়ে নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু গ্রামে যান। পরিবারটিকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করেন। পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক।

Developed by