Breaking
26 Dec 2024, Thu

৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই

পশ্চিম মেদিনীপুর:- লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং চলাকালীন সোমবার দুপুরে ৬০নং জাতীয় সড়কে নারায়ণগড় থানার রামপুরা টোলপ্লাজা র কাছে ৪০ কেজি গাঁজা সহ একটি গাড়ি আটক করেছে পুলিশ ।পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।ধৃতেরা পাশের রাজ্য ওড়িশা থেকে নদিয়া পাচারের উদ্দেশে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাচ্ছিল বলে দাবি পুলিশের । অপরদিকে দাঁতন থানার হাশিমপুর ও বামনপুকুর দুটি এলাকায় ৬০ নং জাতীয় সড়কে নাকা চলাকালীন যথাক্রমে ৭০ কেজি ও ৫০ কেজি গাঁজা সহ দুটি গাড়ি আটক করে পুলিশ ।দুটি ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সুত্রে জানাগেছে তল্লাশি চলাকালীন গাড়ি ছেড়ে পালাতে শুরু করে পাচারকারীরা পরে তাদের পিছু তাড়া করে গ্রামবাসীদের সহযোগিতায় তাদের ধরে গ্রেফতার করে দাঁতন থানার পুলিশ । ধৃতদের কাল দাঁতন আদালতে তোলা হবে ।

Developed by